ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

উত্তর ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বৈঠক

শান্তি ও প্রগতি’র চারা রোপন করলেন দুই নেতা

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ১৯৫৩ সালের পর প্রথমবারের মত দক্ষিণ অংশে উত্তর কোরিয়ার কোনো নেতার এই ঐতিহাসিক বৈঠকের প্রথম পর্ব শেষ হয়েছে প্রথম পর্ব শেষে শান্তি স্থাপনের নিদর্শনস্বরূপ একটি চারা রোপন করেছেন দুই দেশের দুই শীর্ষ নেতা

দুই দেশের মাটি ও পানি নিয়ে রোপন করা হয় এই চারা। চারা রোপন শেষে পাশে একটি স্মারক চিহ্নও উদ্বোধন করেন কিম ও মুন। স্মারক চিহ্নে লেখা ছিল ‘শান্তি ও প্রগতি’।

এর  আগে নিজেদের মধ্যে একান্ত বৈঠকে আলাপ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন মুন এবং উত্তর কোরিয়ার নেতা কিম। দুই কোরিয়ার প্রতিনিধিদের বরাত দিয়ে রয়টার্স জানায়, কিম মুনের উদ্দেশ্যে বলেন, তিনি এই শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন এই কারণে যে যেন দুই কোরিয়ার মধ্যেকার এতদিনের চলমান সংকটের ইতি টানা যায়। বৈঠকের শুরুতে কিম কৌতুক করে মুনকে বলেন যে, সকাল সকাল তাঁকে ঘুম থেকে জাগানোর জন্য তিনি দুঃখিত।

একই বৈঠকে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ‘ব্লু  হাউজ’ পরিদর্শনে নিজের আগ্রহের কথাও জানান কিম। ভবিষ্যতে সম্ভব হলে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সাথে আবারো সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে দক্ষিণ কোরিও প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানান কিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিম উত্তর অংশে ফিরে নিজের প্রতিনিধিদের সাথে মধ্যাহ্নভোজের বিরতিতে অবস্থান করছেন। বিকেল বেলা দুই পক্ষ আবারো বৈঠকে মিলিত হবে। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও দুই নেতা সাংবাদিকদের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতিও দেবেন।

সূত্রঃ রয়টার্স

//এস এইচ এস//