ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

পরিছন্ন নগরী গড়ে তুলতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে তরুনরা

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৩ জুন ২০১৬ শুক্রবার | আপডেট: ০৯:৫৪ এএম, ৩ জুন ২০১৬ শুক্রবার

পরিছন্ন নগরী গড়ে তুলতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে বেশ কয়েকজন তরুন। এরই অংশ হিসেবে গভীর রাতে ঝাড়– হাতে রাস্তায় নেমে পড়েছে ২৫ তরুন। উদ্দেশ্য রাজধানীর রাস্তার দুপাশ পরিষ্কার করা। সাধারণ মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ। প্রতি বৃহস্পতিবার রাতে ঢাকার কোন একটি এলকায় এই পরিছন্নতার কাজ করবেন তারা। ক্লিন ঢাকা। এই শিরোনামে পরিছন্ন নগরী গড়তে এবার মেয়রের পর এক হয়েছে বেশ কিছু তরুন। বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত পরিষ্কার করতে ঝাড়– হাতে নিজেরাই নেমে পরলেন রাস্তায়। আর এতে অংশ নিয়েছেন স্কুল, কলেজ এমনকি চাকুরীজীবি সহ অনেকেই। রিপন হোসেন, বোরহান উদ্দিন এবং আরিফুল ইসলাম তিন বন্ধু। এরা সবাই নীলক্ষেত হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র। এলাকার বড় ভাইয়ের কথায় উদ্দিপ্ত হয়ে তারও এসেছে এই উদ্যোগে এমন একটি উদ্যেগের প্রধান কারিগররা জানালেন, নিজের দায়িত্ববোধ থেকেই সাধারন মানুষকে সচেতন করে তুলতে তাদের এই ছোট্ট প্রচেষ্টা।