ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

রমজানের আগে বাড়ছে দ্রব্য মূল্য [ভিডিও]

প্রকাশিত : ০৯:০০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

রমজান সামনে রেখে এখনই বেড়ে গেছে বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম। মাছের বাজারও চড়া।

তবে রাজধানীর কাঁচাবাজারে কমেছে চালের দাম। নিয়ন্ত্রণের অভাবেই বাজার হঠাৎ ওঠা-নামা করছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, পর্যাপ্ত সরবরাহের পরও দাম কমছে না সবজির। গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ বেড়েছে বেগুণের দাম।

দেশী মাছের দামও তুলনামূলক বেশি। চিংড়ী ৫শ থেকে সাড়ে সাতশ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। পাপদাসহ দেশি মাছের দাম বেড়েছে বেশি।

মিনিকেটের কেজি ৬৩, নাজিরশাইলের কেজি ৬২ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহর চেয়ে কম।

এখনও প্রচুর মৌসুমী ফল রয়েছে বাজারে। মাঝারি আকৃতির তরমুজ ১শ ৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির কেজি ১৫০, গরুর মাংস ৪৮০ এবং খাসির মাংস ৭শ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভিডিও: