ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

এখনো ক্ষতিপূরণ পাননি তারেক মাসুদের পরিবার [ভিডিও]

প্রকাশিত : ১১:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ক্ষতিপূরণ মামলার রায়ের পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও ক্ষতিপূরণ পায়নি পরিবার। আর মিশুক মনিরের মামলা এখনও বিচারাধীন।

আইনজীবীরা বলছেন, মামলা নিষ্পত্তিতে, দীর্ঘ সময় লেগে যাওয়ায় বেশীরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার আইনী লড়াইয়ে যেতে চান না। গড়ে উঠেনি রায় বাস্তবায়নের কার্যকর ব্যবস্থাও।

রিপোর্টে আরো জানাচ্ছেন, মুহাম্মদ নূরন নবী। চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন, তৃতীয় পর্ব।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের সিইও ও চিত্রগ্রাহক-সাংবাদিক মিশুক মনিরের বহনকারী গাড়ির সঙ্গে চুয়াডাঙ্গাগামী বাসের সংঘর্ষ হয়। নিহত হন তারেক-মিশুকসহ ৫ জন।

এর দেড় বছর পর মানিকগঞ্জে বাস মালিক, চালক ও বিমা কোম্পানীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করে নিহতের পরিবার।

২০১৪ সালে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে স্থানান্তর করা হয়। গেল বছরের ৩ ডিসেম্বর তিন মাসের মধ্যে ৪ কেটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণের রায় দেন আদালত।

আদালতের বেধে দেওয়া সময়, এরইমধ্যে পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ মেলেনি। চেম্বার আদালতে রায় স্থগিতাদেশের আবেদন না-মঞ্জুর হয়ে গেছে। পূনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদনও করেনি, বিবাদী পক্ষ।

মামলা চলেছে ৫ বছর; আর রায় বাস্তবায়নে কত সময়ের প্রয়োজন হবে, এ নিয়ে সংশয় বাদীর আইনজীবীর ব্যারিস্টার সারা হোসেনের।

ক্ষতিপূরণ আদায়ে শক্তিশালী ব্যবস্থা গড়ে উঠেনি বলেই, হয়রানি বাড়ছে বিচার প্রত্যাশীদের।  

বাদী পক্ষের হয়রানী কমানো ও ক্ষতিপূরণের টাকা এক-কালীন বীমা কোম্পানীর কাছ থেকে আদায় করে দেওয়ার বিধান আইনে অন্তর্ভূক্ত করা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা।

আইন মন্ত্রণালয়ে ভেটিং এর অপেক্ষায় থাকা, সড়ক পরিবহন আইনের খসড়ায় অসঙ্গতিগুলো দূর করার সুযোগ থাকায়, সরকার গণপরিবহনে শৃঙ্খলা আনার স্বার্থে পদক্ষেপ নেবে বলেও আশাবাদী আইনজীবীরা।

ভিডিও: