আমাকে ধর্ষণের পর হত্যা করতে চেয়েছিল : হাসিন
প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
ভারতীয় পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান স্বামীর বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। তিনি শামির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, সহিংসতা থেকে শুরু করে খুনের অভিযোগ পর্যন্ত এনেছিলেন। এবার তার নিজের পরিস্থিতিকে গণধর্ষণের পর হত্যার শিকার শিশুর সঙ্গে তুলনা করলেন।
গত জানুয়ারিতে ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরে ৮ বছরের একটি শিশুকে ৫ দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এ পুরো সময় জুড়ে শিশুটাকে কিছু খেতেও দেওয়া হয়নি। গণধর্ষণের পর শিশুটিকে পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়।
কাঠুয়ার ওই কাণ্ডের প্রতিবাদে ২৩ এপ্রিল কলকাতায় বিক্ষোভে অংশ নেন হাসিন জাহান। ওই সময়েই তিনি বলেন, যারা এই অপরাধ করেছে তাদের সাজা হওয়া উচিত। এমনকি আমার ঘটনাও এরকমই। কিন্তু আমি বেঁচে আছি। তারা (শামি ও তার পরিবার) আমাকে ধর্ষণের পরিকল্পনা করেছিল, হত্যার পর আমার মৃতদেহ জঙ্গলে ফেলে দিতে চেয়েছে। দুই মাস ধরে আমি এসবের বিরুদ্ধে লড়ছি।
সূত্র: টাইমস নাউ নিউজ
/ এআর /