ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আবারও ব্যর্থ ম্যারাডোনা: পদত্যাগের ঘোষণা

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

ক্লাব কিংবা জাতীয় দল সর্বত্রই মাঠে সফল ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তবে মাঠে সেরা খেলাটা উপহার দিলেও, মাঠের বাইরে দাড়িয়ে সেটা দিতে পারছেন না আর্জেন্টাইন এ কিংবদন্তি। তাই আরও একবার পদত্যাগ করছেন সাবেক বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহ’র কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডিয়াগো ম্যারাডোনা। দলটি অবনমন এড়াতে না পারায় ম্যারাডোনা এই ঘোষণা দেন। শুক্রবার আল ফুজাইরাহ ক্লাব খোর ফাক্কানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ফার্স্ট ডিভিশন লিগে দলটি তৃতীয় স্থানে থেকে শেষ করে। ম্যারাডোনা মে মাসে দলটির ম্যানেজার হিসেবে যোগ দেন।

এর আগে ২০১১-১২ মৌসুমে আরব আমিরাতের আরেকটি ক্লাব আল ওয়াসালের কোচ ছিলেন। ম্যারাডোনা এর আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং করান। ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মেসিদের দায়িত্বে ছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে গোহারা হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এরপরই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন ম্যারাডোনা।

সূত্র: বিবিসি
এমজে/