ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

দলীয়ভাবে নির্বাচন করার প্রস্তুতি ও অবস্থা দেশে আছে কি না তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৫ জুন ২০১৬ রবিবার | আপডেট: ১০:৪৯ এএম, ৫ জুন ২০১৬ রবিবার

দলীয়ভাবে নির্বাচন করার প্রস্তুতি ও অবস্থা দেশে আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। দলীয় ভাবে অনুষ্টিত প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা, অনিয়ম আর বিনা প্রতিদ্বন্ডিতার প্রেক্ষাপটে তারা এ প্রশ্ন তুলেছেন।   এ ব্যাপারে নির্বাচন কমিশনকে আবারো নতুন করে ভাবতে হবে বলেও মনে করেন তারা। স্থানীয় সরকারের সবচেয়ে ক্ষুদ্রতম স্তর ইউনিয়ন পরিষদে এতোদিন নির্দলীয় নির্বাচন হলেও এবারই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ হাজার ৯৬৮টি ইউনিয়ন পরিষদের ছয় দফার নির্বাচনে এবার ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ফেব্র“য়ারীতে তফসিল ঘোষণার পর থেকে গেলো কয়েক মাসে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৮ জন মানুষ। আহত হয়েছেন পাচ হাজারের বেশী মানুষ। এবার প্রায় ৫৫৪টি ইউনিয়নেই কোনো প্রার্থী দিতে পারেনি বিএনপি। এতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতায় ছাড়া নির্বাচিত হয়েছেন ২২০ জন প্রার্থী। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐক্য, নির্বাচন কমিশনের আরো শক্তিশালী ভূমিকার পাশাপাশি দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রশ্নে নতুন চিন্তা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া নির্বাচন কমিশনকে বর্তমান এ পরিস্থিতির সঠিক পর্যালোচনা করতে হবেও মনে করেন তারা।