ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

কানে যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

মিডিয়ায় কাজ করতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন অসংখ্য তারকা। হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড সব ইন্ডাস্ট্রিই এই ব্যাধিতে আক্রন্ত। অনেক আগে থেকেই বিষয়টি জানা রয়েছে সবার। তবে ঢালাওভাবে প্রকাশ পায়নি কখনও। তবে নিন্দিত হলিউড মোগল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যখন অভিনেত্রীরা একে একে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তখন থেকেই বিষয়টি খুব বেশি চর্চিত হয়েছে। সেই থেকে শুরু হয়েছে প্রতিবাদ। জোড়ালো প্রতিবাদ। মুখ খুলছেন সবাই। সেই রেশ কাটেনি এখনও। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবে নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন চার তারকা। তাই কানের ৭১তম আসরে যৌন হয়রানি প্রতিরোধে থাকছে হটলাইন। এর মাধ্যমে ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শীরা যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।

ফ্রান্সের সমঅধিকার বিষয়ক সচিব মার্লিন শিয়াপা বলেছেন, ‘যৌন হয়রানি প্রতিরোধে আমরা কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছি। এই হটলাইনের ফলে ফরাসি উপকূলে বিশ্বের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে প্রত্যেকেই নিজের ব্যবহার নিয়ে সতর্ক থাকবে।’

শুধু অভিনেত্রীদের সুরক্ষাই নয়, চলচ্চিত্র শিল্পে কর্মরত সব নারীর সুবিধার্থেই হটলাইন ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্লিন শিয়াপা।

এদিকে যৌন হয়রানি প্রতিরোধে হটলাইন চালুর সিদ্ধান্ত নিলেও অভিযুক্ত ডেনিশ নির্মাতা লার্স ভন ট্রিয়ারের ওপর থেকে সাত বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কান। নিজেকে নাৎসী বলায় ২০১১ সালে তাকে নিষিদ্ধ করা হয়। গত বছরের অক্টোবরে আইসল্যান্ডিক গায়িকা বিওর্কের অভিযোগ ছিল, ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’-এর শুটিংয়ের সময় লার্স ভন ট্রিয়ার তাকে যৌন হয়রানি করেছেন। এ সিনেমাতে দারুণ অভিনয়ের জন্য ২০০০ সালে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি।

প্রসঙ্গত ২০১৬ সালে লালগালিচায় উঁচু হিল পরে আসার ব্যাপারে জোর দিলে সমালোচিত হন তারা। এর প্রতিবাদে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস খালি পায়ে লালগালিচায় হাঁটেন।

উল্লেখ্য, কানের ৭১তম আসর শুরু হবে আগামী ৮ মে। এবারের উদ্বোধনী সিনেমা আসগর ফারহাদির ‘এভরিবডি নৌস’ (পেনেলোপি ক্রুজ, হাভিয়ার বারদেম)। ১২ দিনের এই আয়োজনের পর্দা নামবে ১৯ মে। এবারের সমাপনী সিনেমা ব্রিটিশ নির্মাতা টেরি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিল্ড ডন কিহোটে’।

সূত্র : দি লোকাল ফ্রান্স

এসএ/