জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ (শনিবার)। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন বিচার প্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতেই দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো- ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’।
আইনগত সহায়তা দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে লিগ্যাল এইড র্যালি, মেলা, পথ নাটক, টক-শো, সভা-সেমিনারের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
দিবসটি উপলক্ষে পৃথক বানী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে ষষ্ঠবারের মতো এ দিবস পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
আইনের আশ্রয়লাভ এবং ন্যায়বিচার পাওয়া দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধাপে ব্যয় বহন করা দরিদ্র জনগণের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। আবার আইন সম্পর্কে সার্বিক ধারণা না থাকাও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এর প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সংরক্ষণে সরকারি আইনগত সহায়তার ভূমিকা অপরিসীম।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বানীতে আইনি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি অন্যাদের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, আইনি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনসহ বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যম আরো কার্যকর ভূমিকা রাখবে।
আর