ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫,   চৈত্র ২১ ১৪৩১

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ১১:০২ এএম, ৫ জুন ২০১৬ রবিবার | আপডেট: ১১:০২ এএম, ৫ জুন ২০১৬ রবিবার

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল সোয়া সাতটার দিকে নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে গুলি করে দুর্বৃত্তরা। মোটর সাইকেলে করে বাসার সামনে এসে গুলি করেই পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মাহমুদার মৃত্যু হয়। হত্যাকাণ্ডটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পুলিশ সদর দপ্তরে কর্মরত বাবুল আক্তার।