ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

নারী রাইডার নিয়ে এলো ‘ও ভাই’

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

নারীদের যাতায়াতকে আরো স্বাচ্ছন্দ্যময় করেত বিশেষ সেবা চালু করছে রাইড শেয়ারিং সেবা প্ল্যাটফর্ম `ভাই`এজন্য প্রতিষ্ঠানটি ৫০ জন্য নারী রাইডারকে যুক্ত করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, শনিবার থেকে রাজধানী ঢাকাতে মিলবে নারী রাইডার। ইতিমধ্যে বেশকিছু ফ্রিল্যান্সার নারী এবং নিজস্ব ৫০ জন নারী রাইডার নিয়ে প্রস্তুত হয়েছে ‘ও ভাই’। পাশাপাশি অপেশাদার নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপটির মাধ্যমে `ও বোন` অপশনে গিয়ে শুধু নারীরা এ রাইড শেয়ারিং সেবা গ্রহণ করতে পারবেন। রাজধানীতে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

‘ও ভাই’ অ্যাপে একটি `ইন-অ্যাপ` এসওএস ফিচার রয়েছে, যার মাধ্যমে নারীরা যে কোনো সময় সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এটি `ও ভাই` এমজিএইচ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

 

আর