ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রাজশাহীতে প্রাকৃতিক উপায়ে আম চাষ

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১০:১১ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এবারও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আম চাষ করছেন রাজশাহীর কয়েকজন চাষী। গাছে বিষাক্ত রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম-করমচা’র বীজ থেকে তৈরি প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করছেন তারা। জেলার অন্তত পাঁচ হাজার আমগাছে এবার প্রাকৃতিক বালাইনাশক প্রয়োগ করছেন চাষীরা।

আমে রাসায়নিক ব্যবহারের পরিবর্তে প্রাকৃতিক বালাইনাশক প্রয়োগ করছেন রাজশাহীর একদল চাষী। বালাইনাশক হিসেবে নিম-করমচা’র বীজ থেকে তৈরি তেল এবং রাসায়নিক সারের পরিবর্তে খৈল গাছের গোড়ায় দিচ্ছেন তারা।

এই প্রাকৃতিক বালাইনাশক পরাগায়নের জন্য সহায়ক। রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে এটি ব্যবহারে ফলের উৎপাদন তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানালেন আম চাষী ও কৃষি কর্মকর্তা।

নিম-করমচা’র প্রতি লিটার বালাইনাশক এক হাজার লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়। গাছে মুকুল আসার আগে-পরে মিলিয়ে মাত্র পাঁচবার এই প্রাকৃতিক বালাইনাশক স্প্রে করলেই ভালো ফল পাওয়া সম্ভব।

চলতি বছর রাজশাহী জেলায় ১৭ হাজার ৪শ’ ২০ হেক্টর জমিতে দুই লাখ আট হাজার ৬শ’ ৬৪ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

একে//