খালেদার চিকিৎসার ফাইল প্রধানমন্ত্রীর কাছে কেন যাবে
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৮:২৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
খালেদা জিয়ার চিকিৎসার ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে আটকে থাকার কথা বলে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির অভিযোগের জবাব দেন তিনি।
গত শনিবার বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে জানান, কারাবন্দি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেছেন চিকিৎসকরা, সেই ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে অনুমোদনের জন্য আটকে আছে বলে তারা খবর পেয়েছেন।
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, “বেগম জিয়া অসুস্থ হলে জেল কর্তৃপক্ষ তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। এখানে প্রধানমন্ত্রীর অফিসে কাগজপত্র কেন যাবে?
বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে কাদের বলেন, বিএনপি মিথ্যার উপর ভর করে রাজনীতি করে, সব জায়গায় মিথ্যাচার করে। এমন একটা ভাব যেন প্রধানমন্ত্রীর কাছে কাগজ গেছে, তিনি সই করলে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। তাতে কি বেগম জিয়া সুস্থ হয়ে যাবেন?”
এ সময় তিনি চিকিৎসকদের সুপারিশ সম্পর্কে সন্দেহ পোষণ করে তিনি বলেন, “জাতীয়তাবাদী চিকিৎসকরা যখন চিকিৎসার সার্টিফিকেট দেবেন, সেখানে তো সন্দেহ থাকাটা স্বাভাবিক। এই চিকিৎসক চিকিৎসার প্রকৃত চিত্রটা না বলে রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক সার্টিফিকেট দিয়ে দিবে, এটা কি গ্রহণযোগ্য?
এমএইচ/টিকে