ডাইনোসরের পালক রহস্য!
প্রকাশিত : ১১:১১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার
ডাইনোসরের নতুন এক প্রজাতি আবিস্কার করেছে বিজ্ঞানীরা। নতুন আবিস্কার হওয়া এই ডাইনোসরটির জীবাশ্মের সন্ধান মিলেছে হেবেই প্রদেশে। মনে করা হচ্ছে তাদের বসবাস ছিল ১৬১ মিলিয়ন বছর আগে জুরাসিক আমলে। উত্তর-পূর্ব চীনে তারা এ ধরনের প্রাণীর খোঁজ পেয়েছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন চাইহং।
বিজ্ঞানীরা বলছেন, বিশেষ করে এদের মাথা, ঘাড় ও বুকের ওপর উজ্জ্বল পালক ছিল; দেখতে অনেকটা রঙধনুর মতো। পালকগুলো উজ্জ্বল ও বৈচিত্র্যময় রঙের হওয়ায় একে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে নতুনভাবে আবিস্কার করা যেত। অনেকেই প্রথম দেখায় এটিকে হামিংবার্ডও মনে করতে পারেন।
ডাইনোসর আবিস্কারের গবেষক দলের অন্যতম চাদ ইলিয়াসন। তিনি শিকাগোর ফিল্ড মিউজিয়ামের বিবর্তনবাদী একজন জীববিজ্ঞানী । তিনি বলেন, জুরাসিক ওয়ার্ল্ড নিয়ে আমাদের পূর্বধারণা বদলে গেছে। নতুন আবিস্কারের মাধ্যমে বোঝা যায়, সময়টা কত বৈচিত্র্যময় ছিল। গবেষণাকর্মটি জার্নাল নেচার কমিউনিকেশনসে প্রকাশ হয়েছে।
এমএইচ/টিকে