ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বিশ্বের সব চেয়ে দামি গাড়ির ভিতরটা একবার দেখুন

প্রকাশিত : ১১:১৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

দামি গাড়ি অনেকেরই শখ। কেউ বেছে নেন ল্যাম্বরগিনি তো কেউ বেন্টলে। কোনোটার দাম তিন কোটি তো কোনোটা চার কোটির কাছাকাছি। তবে কার্লমান কিং-এর ধারে-কাছে নেই কেউ। এটাই বিশ্বের সবথেকে দামি গাড়ি।

গত বছর দুবাই ইন্টারন্যাশনাল শো’তে প্রকাশ্যে আসে ওই গাড়ি। সবথেকে মূল্যবান এই গাড়ির দাম ২.২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এর দাম পড়বে প্রায় ১৪ কোটি ২৭ লাখ টাকা। আর ভারতে এর দাম পড়বে এর দ্বিগুণ।

এই গাড়ির ডিজাইন তৈরি করেছে চিনের অটোমোটিভ ফার্ম। ইউরোপে ১ হাজার ৮০০ জনের একটি টিম এই গাড়ি তৈরি করেছে। গাড়িটি যেন কল্পবিজ্ঞান থেকে উঠে আসা একটা যান, এতটাই আধুনিক।

গাড়িটি অনেকটা মিলিটারি গাড়ির মত দেখতে। গাড়িটিকে চাইলে সাঁজোয়ার মত তৈরিও করা যায়। যাতে দাম হয়ে যাবে ২২.৭ কোটি টাকা।

এই গাড়ির ওজন ৪.৫ টন। অস্ত্রে সাজানো হলে ওজন হয়ে যাবে ৬টন। এই গাড়িতে রয়েছে এইচডি ৪কে টিভি সেট, হাই-ফাই সাউন্ড, ফোন প্রোজেকশন সিস্টেম, ফ্রিজ, কফি মেশিন, ইলেকট্রিক টেবিল, এসিসহ বিলাসব্যসনের সব উপকরণ।

একে//টিকে