ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

দেশব্যাপী বৌদ্ধ পূর্ণিমা পালিত [ভিডিও]

প্রকাশিত : ১১:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আচার আনুষ্ঠানিকতায় পবিত্র ‘বৌদ্ধ পূর্ণিমা’ উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

উৎসব উপলক্ষে চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে বুদ্ধ পূজা, মূর্তিদান, শোভাযাত্রসহ ছিলো নানা আনুষ্ঠানিকতা। অশুভ শক্তিকে পরাজিত করে শান্তিপূর্ন বিশ্ব গড়ার প্রার্থনা করা হয় এসব অনুষ্ঠান থেকে।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শান্তি শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

ঊাংলাদেশ বৌদ্ধ সমিতির এ শোভাযাত্রা থেকে বিশ্ব শান্তি ও দেশের উন্নয়ন-সমৃদ্ধি কামনা করা হয়।

ধর্মীয় শোভাযাত্রা হয়েছে রাঙামাটিতেও। পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে রাজ বন বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

বৌদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে বক্তৃতা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান ও অন্যরা।

এর আগে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার দানসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ছিলো নানা আয়োজন। সকাল থেকে বিহারগুলোতে ছিল পূর্ণাথীদের ভিড়।

খাগড়াছড়ি সদরের বৌদ্ধ বিহারে ধর্মীয় সভা হয়েছে। উপস্থিত ছিলেন মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী। বিকেলে বিহার প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

ভিডিও: