কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য্যে রঙিন কুমিল্লা
প্রকাশিত : ১০:০৩ এএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ১০:০৩ এএম, ৬ জুন ২০১৬ সোমবার
কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য্যে রাঙিয়ে আছে কুমিল্লার পথ-ঘাট। শহরে কিংবা গ্রামে চলাচলের সময় পথিকের দৃষ্টি কেড়ে নেয় আগুন রাঙা এ ফুল। তবে কালের প্ররিক্রমায় দিন দিন কমে যাচ্ছে এই গাছ।
কুমিল্লা নগরী ছেয়ে গেছে কৃষ্ণচুড়ার লাল আভায়।
গাছের উজ্জল সবুজ লাল রঙ মানুষের মনকে করে উদ্বেলিত। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে। কিছুটা হলেও আনমনা হয় মন।
আফ্রিকার মাদাগাস্কারে এর আদি নিবাস হলেও কৃষ্ণচুড়া বাংলাদেশের প্রকৃতি আর মানুষকে আপন করে নিয়েছে অনেককাল ধরেই । গবেষকরা বলছেন বাংলা সাহিত্য, সংস্কৃতি আর অনেক আন্দোলনের পটভূমির সাথে কৃষ্ণচুড়া গাছের সম্পর্ক খুব নিবিড়।
তবে বৃক্ষনিধনের শিকার হয়ে দিন দিন কমে যাচ্ছে রঙিন এই গাছ। এভাবে হারিয়ে গেলে একসময় এগাছ হারিয়ে যাওয়ার শংকায় পরিবেশবাদীরা।
মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশী করে কৃষ্ণচুড়া গাছ লাগানোর আহ্বান জানান প্রকৃতিপ্রেমীরা।