আরব আমিরাতে ব্লু হোয়েল নিষিদ্ধ
প্রকাশিত : ০৯:০০ এএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৯:০১ এএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার
মরণঘাতী ব্লু হোয়েল গেমকে নিষিদ্ধ করেছে আরব আমিরা। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (টিআরএ) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে ব্লু হোয়েল নামের কোনো গেমের অস্তিত্ব নেই।
আল বায়ান পত্রিকার বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, ২০১৬ সাল থেকে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (টিআরএ) ব্লু হোয়েল গেমের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে।
আরব আমিরাতে নাগরিকদের মরণঘাতী এ গেম থেকে বাঁচানোর জন্য দেশটি সব ধরণের অ্যাপ যাচাই বাছাই করেই কেবল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়। পর্যবেক্ষণের পর দেশটিতে ব্লু হোয়েল গেম সংশ্লিষ্ট ওয়েবসাইট, লিঙ্ক ও অ্যাপস বন্ধ করে দিয়েছে।
সূত্র: খালিজ টাইমস
এমজে/