ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

প্রতিষেধক ব্যবহারে সংক্রামক রোগ কম, বাড়ছে অসংক্রামক রোগ

প্রকাশিত : ১০:১৩ এএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ১০:১৩ এএম, ৬ জুন ২০১৬ সোমবার

প্রতিষেধক ব্যবহারে সংক্রামক রোগ কমলেও, আশংকাজনকহারে বেড়েছে অসংক্রামক রোগ। স্বাস্থ্য অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় ৬২ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত। আগামী ১০ বছরে এ সংখ্যা বেড়ে ৭৫ শতাংশ হতে পারে বলেও আশংকা বিশেষজ্ঞদের। তাদের মতে, গড় মৃত্যুর অর্ধেকের বেশির জন্য দায়ি অসংক্রামক রোগ। মানুষের গড় আয়ু বাড়ছে। বাড়ছে বার্ধক্যজনিত রোগও। অস্টিওপরোসিস, আর্থোসিস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ আর ক্যান্সারসহ নানা অনিরাময়রোগ্য রোগও সমান তালে বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য অধিপ্তরের পরিসংখ্যান অনুযায়ি, বিশ্বের মোট মৃত্যুর ৬০ ভাগের জন্য দায়ি অসংক্রামক রোগ। সেই সূত্রে বাংলাদেশে প্রতিবছর প্রায় সাড়ে আট লাখ মানুষের মৃত্যু হয়, যার মধ্যে প্রায় ৬২ শতাংশই অসংক্রামক রোগের কারণে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে এক তৃতীয়াংশ অসংক্রামক। এর মধ্যে কিডনী, ক্যান্সার, যকৃতে প্রদাহ, ফুসফুস, অ্যাজমা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীই বেশি। পরিসংখ্যানে পাওয়া গেছে, বিশ্বে প্রায় ছয় কোটি মানুষের মৃত্যুর মধ্যে সাড়ে ৩ কোটির মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। ৩০ বছরের বেশি বয়সী নারী পুরুষের মধ্যে ৪৯ হাজার মুখ গহবরের ক্যান্সার, ৭১ হাজার ল্যারেনজিয়াল ক্যান্সার ও ১ লাখ ৯৬ হাজার ফুসফুসের ক্যান্সারের রোগী আছে।