ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

ব্লাস্ট রোগে বোরো ধানের ব্যাপক ক্ষতি (ভিডিও)

প্রকাশিত : ১০:১৭ এএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:২৭ এএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

ছত্রাকজনিত ব্লাস্ট রোগে সাতক্ষীরা, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও জামালপুরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ি কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না। ফসল কাটার সময়ে ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক।

আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলনের আশা ছিল সাতক্ষীরার কৃষকদের। কিন্তু ব্লাস্ট রোগে এখন তাদের মাথায় হাত। ছত্রাক নাশক ব্যবহার করেও সুফল না পাওয়ার কথা জানান চাষীরা।

ব্লাস্ট রোগের কারণে দিশেহারা কুড়িগ্রামের অনেক চাষী। শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে গাছ। জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬ হাজার হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ করা হলেও ফলন বিপর্যয়ের শঙ্কায় এখন কৃষক।

চুয়াডাঙ্গায় প্রায় ৫০ হেক্টর জমিতে বোরো ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। চাল আসার আগেই চিটা হয়ে যাচ্ছে ধান।

জামালপুরের ৭ উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ফসল ভালো হলেও নেক ব্লাস্টে আক্রান্ত হয়ে গাছের গোড়া সাদা হয়ে ধান চিটা হয়ে গেছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ।

ক্ষতি পোষাতে কৃষিঋণ মওকুফসহ সহজশর্তে ঋণ দেয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।