ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বৈরী আবহাওয়া

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত : ১১:৫২ এএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১২:০১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। পারাপারের অপেক্ষায় উভয় পাড়ে যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। এতে যাত্রী সাধারণের দুর্ভোগের শেষ নেই।

স্থানীয়রা জানান, বর্তমা‌নে পাটুরিয়া ঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক মিলে পারাপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল সাড়ে ১০টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে পড়েছে। ফলে ফেরিগুলো চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবহাওয়া অনুকূলে এলে আবার ফেরি ও লঞ্চ চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আগে আটকে পড়া যানবাহন ফেরিতে পারাপারের ব্যবস্থা করা হবে বলেও জানান ম‌হিউদ্দিন রা‌সেল।
/ এআর /