একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন আর নেই
প্রকাশিত : ১২:২২ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ১২:৩৬ পিএম, ৮ জুন ২০১৬ বুধবার
একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন আব্দুর রউফ আর নেই। রাজধানীর ইন্দিরা রোডের বাসায় সোমবার সকাল ৭টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ যোহর একুশে টেলিভিশন প্রাঙ্গনে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রউফের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি বগুড়ার ধুনটে।
রউফ ছিলেন অনেকটা শান্ত স্বভাবের। তার সেই হাসিমাখা মুখ আর দেখবে না সহকর্মীরা। মাত্র ৩৬ বছর বয়সে অনেকটা নীরবেই চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকাহত একুশে পরিবার।
রাজধানীর ইন্দিরা রোডে ভাড়া বাসায় দুই সহকর্মী মিলে থাকতেন রউফ। সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যাথা অনুভব করলে কয়েকজন সহকর্মীকে ফোন করেন তিনি। তবে হাসপাতালে নেয়ার আগেই সকাল ৭টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন রউফ।
খবর পেয়ে তার বাসায় ছুটে যান একুশে টেলিভিশনের বার্তা প্রধানসহ সহকর্মী ও কলাকুশলীরা। তাকে শেষবারের মত দেখতে য্না বাংলাদেশ ক্যামেরা এসোসিয়েশনের নেতৃবৃন্দও।
বাদ যোহর একুশে টেলিভিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাযা।
রউফের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।
পরে তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার ধুনটে নিয়ে যাওয়া হয়।