কাবুলে জোড়া বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ নিহত ২১
প্রকাশিত : ০১:০৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার
আফগানিস্তানে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী শাহ মারাইসহ ৬ জন সাংবাদিক রয়েছেন। আজ সোমবার সকালে রাজধানী কাবুলের শাস দারাকে এ হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগেই আফগান গোয়েন্দা সদর দপ্তরের কাছে প্রথম হামলাটি চালায় আত্মঘাতী হামলাকারী। এর ২০ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। প্রথম বোমায় হতাহতদের উদ্ধারে আসা মেডিকেল টিম ও সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় হামলাটি হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় তিন সাংবাদিকসহ আহত হয়েছেন ২৭ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র কাবুল হাশমাত স্তানিকজাই বলেন, প্রথম বিস্ফোরণের মিনিট বিশেক পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, যাতে সাংবাদিকদের লক্ষ্য করা হয়।
সূত্র : আলজাজিরা, রয়টার্স।
/এআর /