ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে মন্তব্য আওয়ামীলীগ নেতাদের
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৮:১৭ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার
সব বাধা উপেক্ষা করে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা। ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধন বায়োমেট্রিক পদ্ধতির প্রতি মানুষের সমর্থন প্রমাণ করেছে বলেও মনে করেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এদিকে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত সেমিনারে, গেলো কয়েক বছরে ডিজিটাল বাংলাদেশের পথে নানা অগ্রগতির কথা তুলে ধরেন বক্তারা।
২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর গেলো সাত বছরে মোবাইল ব্যবহার, ইন্টারনেটের জগতে যুগান্তকারী সাফল্য এসেছে বলে জানান বক্তারা।
এখন সাইবার নিরাপত্তা জোরদারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
এদিকে সব বাধা উপেক্ষা করেই ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।