ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া বৈরি আবহাওয়ায় বজ্রপাতের কারণে একদিনেই মৃত্যু হয়েছে ১৪ জনের। বজ্রপাতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত হওয়া বজ্রপাতে এই আহত-নিহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন এবং রাজবাড়ী ও জামালপুরের ২ জন ব্যক্তি রয়েছেন। এছাড়াও রাজশাহী, ফেনী, পাবনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় এক জন করে মৃত্যুর খবর নিশ্চিত হয়।

নিহতদের তালিকা

নারায়ণগঞ্জ

হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) ও ওবায়দুল হক (২৭)

জামালপুর

বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫)

রাজবাড়ী

মো. মতিন শেখ (৪৫) ও  আব্দুল মতিন মণ্ডল (৩৫)

ফেনী

সাদ্দাম হোসেন (২৭)

রাজশাহী

সোমবার একদিনেই বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া বৈরি আবহাওয়ায় বজ্রপাতের কারণে একদিনেই মৃত্যু হয়েছে ১৪ জনের। বজ্রপাতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত হওয়া বজ্রপাতে এই আহত-নিহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন এবং রাজবাড়ী ও জামালপুরের ২ জন ব্যক্তি রয়েছেন। এছাড়াও রাজশাহী, ফেনী, পাবনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় এক জন করে মৃত্যুর খবর নিশ্চিত হয়।

নিহতদের তালিকা

নারায়ণগঞ্জ

হাসেম মোল্লা (১৭), রফিকুল ইসলাম (৩৩) ও ওবায়দুল হক (২৭)

জামালপুর

বকুল (২৫) ও হাবিবুর রহমান (৩৫)

রাজবাড়ী

মো. মতিন শেখ (৪৫) ও  আব্দুল মতিন মণ্ডল (৩৫)

ফেনী

সাদ্দাম হোসেন (২৭)

রাজশাহী

ইয়াকুব আলী (৪৫)

পাবনা

অজ্ঞাত

সুনামগঞ্জ

ইয়াহিয়া আহমদ (২৪)

হবিগঞ্জ

শামসুল হক (৩০)

মৌলভীবাজার

তমিজ উদ্দিন (৩৫)

চুয়াডাঙ্গা

হাসিবুল (কলেজছাত্র)

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় যে, অন্তত আগামী দুইদিন এমন বজ্রপাতসহ বৃষ্টি জনিত বৈরি আবহাওয়া বিরাজ করবে দেশজুড়ে।

//এস এইচ এস// এআর