ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মাংসের অতিরিক্ত দাম এবং ওজনে কম দেয়ার বিরুদ্ধেঅভিযান চালিয়েছে র‌্যাব

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৮:২৫ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার

মাংসের অতিরিক্ত দাম এবং ওজনে কম দেয়ার বিরুদ্ধে রাজধানির একাধিক বাজারে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। সিটি কর্পোরেশন পবিত্র রমজানে গরুর মাংসের দাম কেজি প্রতি চারশো বিশ টাকা বেধে দিলেও রাজধানির কোন কোন বাজারে তা চারশো সত্তোর টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অনেক দোকানে ডিজিটাল স্কেলেও ওজনে কম দেয়ার প্রমান পায় ভ্রাম্যমান আদালত। সঙ্গে মহিসের মাংসকে গরুর মাংস বলে চালিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। র‌্যাব বলছে, রমজানে ব্যবসায়ীদের এমন প্রবনতা ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে।