দুই মাসে বজ্রপাতে মারা গেছে ৭০ জন : ত্রাণমন্ত্রী
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৭ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার
চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে বজ্রপাতে ৭০ জন মারা গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ মঙ্গলবার সচিবালয়ে চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
ত্রাণমন্ত্রী বলেন, ‘গত ২৯ ও ৩০ এপ্রিল দুইদিনে ২৯ জন লোক বজ্রপাতে মারা গেছেন। গত মার্চ মাসে ১২ জন এবং এপ্রিল মাসে ৫৮ জনসহ মোট ৭০ জন লোক বজ্রপাতে মারা গেছেন।’ মন্ত্রী আরও জানান, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বর্ষা মৌসুম সামনে, এ সময়ে ঝড়-তুফান হওয়াটাই স্বাভাবিক। তবে সকলকে পরিস্থিতি দেখে শুনে ঘর থেকে বের হতে হবে।
টিআর/ এমজে