ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সীমানা প্রাচীর ভেঙ্গে ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৩২ পিএম, ৬ জুন ২০১৬ সোমবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিক কলোনীর সীমানা প্রাচীর ভেঙ্গে মারা গেছে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী। এ ঘটনায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন বাগানের শ্রমিকরা। বাসিন্দারা জানান, কলোনীর গনেশ মোদীর ছেলে জিত মোদী সীমানা প্রাচীরের পাশে গেলে, তা ভেঙ্গে তার গায়ের ওপর পড়ে। গুরুতর আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, মারা যায় সে। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলো ও বাগানের কাজে ব্যবহৃত কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় আহত হন সহকারী ম্যানেজার ৫ জন।