ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সেরার তালিকায় দুই ললনা

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৪৩ এএম, ২ মে ২০১৮ বুধবার

সম্প্রতি শুরু হয়েছে, অষ্টম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮। যে মঞ্চ থেকে এবার কলকাতায় এসেছে দু’টি সম্মান। সেরা নবাগত পরিচালক হিসাবে দাদাসাহেব পেলেন কঙ্কনা সেনশর্মা। অন্যদিকে সেরা অভিনেত্রী হিসাবে এই সম্মান পেলেন প্রিয়াঙ্কা সরকার।

‘এ ডেথ ইন গঞ্জ’ সিনেমা দিয়ে ক্যামেরার পেছনে অভিষেক হয় অপর্ণা সেনের মেয়ের। আর প্রথম ইনিংসেই সেরা খেলাটা খেলে ফেললেন কঙ্কনা। পোস্টার রিলিজ থেকে শুরু করে এ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকমহল থেকে সাধারণ সিনেপ্রেমীরা। সিনেমা মুক্তির পর যা বেড়ে যায় আরও দ্বিগুণ।

এদিকে অর্ণব মিদ্যা পরিচালিত ‘অন্দরকাহিনি’-তে অভিনয় করে বাজি মেরেছেন প্রিয়াঙ্কা সরকার। খুশির এই খবর টুইট করে তিনি জানিয়েছেন ভক্তদের।

লিখেছেন, ‘আজ আমি সত্যি খুব গর্বিত। ‘অন্দরকাহিনী’ সিনেমায় জন্য সেরা অভিনেত্রী হিসাবে এই দাদাসাহেব ফালকে সম্মান। ভারতীয় সিনেমার পিতার জন্মবার্ষিকীতে এই পুরস্কার পেয়ে আমি ধন্য।’

একই সঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা এবং পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছে তাঁর ওপর বিশ্বাস করার জন্য।’

প্রিয়াঙ্কা সরকার এবং কঙ্কনা সেনশর্মা ছাড়াও এদিন দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেওয়া হয় অভিনেত্রী সোনাম কাপুর, মণীষা কৈরালা, সঙ্গীতশিল্পী আরমান মালিক, নীতি মোহান, অভিনেতা অমিত সাধ, মণীষ পল সহ আরও অনেকের হাতে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/