ফ্রান্সে মে দিবসের শোভাযাত্রার সহিংসতায় আটক ২০০
প্রকাশিত : ০৯:০২ এএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৯:৪৬ এএম, ২ মে ২০১৮ বুধবার
ফ্রান্সের প্যারিসে মে দিবসের শোভাযাত্রা সহিংসতায় রূপ নেয়। প্যারিসের বামপন্থী সংগঠন ‘ব্ল্যাক বকস’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের বিরোধিতা করে মিছিল করে। ফরাসি পুলিশের বরাত দিয়ে সহিংসতায় একজন পুলিশসহ চারজন আহত হয়েছে বলে জানা যায়। ওই ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সহিংসতাকারীরা একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে। সহিংসতায় অংশ নেওয়াদের প্রায় সবাই কালো জ্যাকেট পরা ছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তারা ‘প্যারিস জেগে ওঠো’, ‘পুলিশকে সবাই ঘৃণা করে’ বলে স্লোগান দিতে থাকে।
প্রায় ২০ থেকে ৫৫ হাজার মানুষের শান্তিপূর্ণ শোভাযাত্রাটি হঠাৎই সহিংসতায় রূপ নিয়েছিল। প্রায় ১২শ’ মানুষ কাঁদানে গ্যাস নিরোধক মুখোশ ও মাথায় হুডি পরে শোভাযাত্রাটিতে অংশ নেয়। হঠাৎই তারা সহিংস হয়ে ওঠে। সে সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে প্রতিবেদনে বলা হয়।
তথ্যসূত্র: বিবিসি।
এসএইচ/