কেসিসি নির্বাচন: ফলাফল বদলে দিতে পারে বস্তিবাসীর ভোট
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৩:২২ পিএম, ২ মে ২০১৮ বুধবার
ঘনিয়ে আসছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের দিনকাল। এরইমধ্যে শুরু হয়ে গেছে ভোটের হিসাব নিকাশ। খুলনা সিটির ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার। এরমধ্যে কেবল বস্তিবাসীর ভোটার সংখ্যা এক লাখ। আর এই ভোটই নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছে নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে বছরের পর বছর অবহেলায় থাকলেও, খুলনার বস্তিবাসীর এখন বেশ কদর। প্রার্থীরা ঘুরছেন দ্বারে-দ্বারে, দিচ্ছেন হরেক রকম প্রতিশ্রুতি। বস্তির প্রায় এক লাখ ভোটার নিশ্চিত করতে পারে যেকোনও প্রার্থীর জয়, এমন সম্ভাবনায় বস্তিবাসীরাও এবার অনেকটা জোটবদ্ধ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নগরী ঘুরে দেখা গেছে, সিটি কর্পোরেশন হওয়ার পর নগরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। কিন্তু একই রকম আছে বস্তির চেহারা। ড্রেনেজের বেহাল দশা। পানি ও বিদ্যুতের সঙ্কট। রাস্তা নেই বললেই চলে। আর খানাখন্দে ভরপুর রাস্তায় একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
সামনে ভোট, এবারও গালভরা আশ্বাস নিয়ে হাজির প্রার্থীরা। কিন্তু সতর্ক নাগরিকরা। তবে এবার সত্যিকার অর্থেই অবহেলিত এই জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়ার কথা বললেন মেয়র প্রার্থীরাও। ভোটারদের কেউ যাতে অনৈতিকভাবে প্রভাবিত করতে না পারে, সেজন্য সচেতনতা বাড়ানোর কথা বললেন নাগরিক সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
এমজে/