ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

‘নারীদের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে’

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৪:২৫ পিএম, ২ মে ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের জন্য সবক্ষেত্রে সমান সুযোগ তৈরি করতে হবে। নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশাংসা করেছেন। অস্ট্রেলিয়া আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল ৪টায় সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ দেওয়া হয়।

শেখ হাসিনা গত শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে সাক্ষাৎ করেন। দেশটিতে তিন দিনের সরকারি সফর শেষে গত রোববার রাত ১২টা ৫০ মিনিটে তিনি দেশে ফিরে আসেন।

এর আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ এপ্রিল সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডন যান প্রধানমন্ত্রী।

সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে গত ২৩ এপ্রিল দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

এসএইচ/