ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

রাহুলকে পাল্টা চ্যালেঞ্জ মোদীর

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২ মে ২০১৮ বুধবার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিকেই ১৫ মিনিটের ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিজের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব না দিয়েই মোদী গেলেন পাল্টা আক্রমণে। রাহুলকে কটাক্ষ করে বললেন, আপনি নামদার, আর আমি কামদার!

ক’দিন আগেই রাহুল বলেছিলেন, ১৫ মিনিট তাকে সংসদে বলার সুযোগ দেওয়া হোক। রাফাল থেকে নীরব মোদী— সরকারের দুর্নীতি নিয়ে যা বলবেন, তাতে বসে থাকা সম্ভব হবে না প্রধানমন্ত্রীর। আজ বুধবার কর্নাটকে ভোট-প্রচারে গিয়ে মোদী পাল্টা বলেন, কংগ্রেস সভাপতিকে চ্যালেঞ্জ করছি, কর্নাটকে আপনাদের সরকার কী কী কাজ করেছে, কাগজ না দেখে ১৫ মিনিট তা নিয়ে বলুন। হিন্দি, ইংরেজি কিংবা আপনার মায়ের মাতৃভাষায়! জবাব দিতে নেমেছে কংগ্রেসও। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, নীরব মোদী, জয় শাহ, পীযূষ গয়ালদের কাজ নিয়ে বলার জন্য প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন রাহুল। কিন্তু দুর্নীতি নিয়ে জবাবই দেননি মোদী। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, আপনি ‘কামদার’ নন, ‘দাগদার’দের (দুর্নীতিগ্রস্ত) বন্ধু!

সান্তেমারানাহালি উদুপির সভায় চড়া সুরে কংগ্রেসকে নিশানা করেন মোদী। রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, ওর ক্ষেত্রে ১৫ মিনিট বলাটাই বিরাট ব্যাপার। মনে হয়, যখন সেটা শুনবো, তখন আর বসে থাকতে পারবো না। সত্যি, কী দৃশ্য হবে! কংগ্রেস সভাপতি, স্যর, আপনার সামনে সত্যিই বসে থাকতে পারবো না। আপনি নামদার (বিখ্যাত) আর আমি কামদার (সাধারণ কর্মী)।

রাজ্যে বিজেপি কর্মীদের হত্যার অভিযোগ এনে মোদী বলেন, আমরা ‘ইজ অব ডুইং’ বিজনেস-এ উৎসাহ দিই। আর ওদের (কংগ্রেস) সংস্কৃতি, ‘ইজ অব ডুইং মার্ডার’। মোদী টেনে আনেন মোহনদাস করমচাঁন্দ গান্ধীকেও। তার কটাক্ষ, স্বাধীনতার পরে ক‌ংগ্রেসকে তুলে দেওয়ার কথা বলেছিলেন গান্ধী। কর্নাটকে কংগ্রেস হারলে, তার সেই ইচ্ছা বাস্তবায়িত হবে।

সূত্র: আনন্দবাজার
একে/ এমজে