ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ঘি সবসময় খাঁটি হয়, জনসভা সবসময় বড় হয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৭:০৭ পিএম, ২ মে ২০১৮ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘি সব সময় খাঁটি হয়, আর জনসভা সবসময় বড় হয়। উন্নয়নের ফল সব সময় সুন্দর হয়। আর জনগণ উন্নয়নের মূল্যায়ন করেই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শাবান মাহমুদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বলছে, খালেদা জিয়া ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু খালেদা জিয়াকে তো আদালত শাস্তি দিয়েছে, আমি দিইনি। এখন নির্বাচনে অংশগ্রহণ করা না করা এটা তাদের ব্যাপার। তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো হাত নেই।’

খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে দেওয়ার ঘটনায় ওই নেত্রীর শাস্তি হয়েছে। তাদের বিখ্যাত আইনজীবীরা ১০ বছর ধরে চেষ্টা করেছেন। কিন্তু এতিমের টাকা খাননি এটা প্রমাণ করতে পারেন নি। তাই ওই নেত্রীর শাস্তি হয়েছে। এখানে আমার কোনো হাত নেই।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যদি শাস্তি দিতাম তাহলে ২০১৪-১৫ সালেই তাকে গ্রেফতার করতাম, শাস্তি দিতাম। কিন্তু আমি তা করি নি। আপনারা জানেন, তার যখন ছেলে মারা গেল, তখন আমি দেখতে গেলাম। আমাকে দেখে দরজা বন্ধ করে দেওয়া হলো। আমি কিছুই বললাম না। অন্য কোনো দেশে হলে, হয়তো বলা হতো, আমাকে যখন ঢুকতে দিলে না, তখন তোমাকেও আর বের হতে দিবো না। কিন্তু আমরা তা করিনি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সিদ্ধান্ত নিবেন তারা দুর্নীতিবাজদের ভোট দেবে নাকি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা দলকে পুনরায় ক্ষমতায় এনে দেশকে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাবে।

আমি দাবি করে কি করবো । বরং অন্যায় করেছি। একজন ফাতেমা মানুষকে আমি মেইড সার্ভেন্ট সাপ্লাই দিয়েছি। সেটা আমাদের অন্যায়। মানবাধিকার সংস্থাও সোচ্ছার হয়নি। তার কারণে কেন একজন মহিলা জেল কাটবে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার ওষুধ রাখার জন্য ফ্রিজ রাখবে। তাও ব্যবস্থা দেওয়া হয়েছে। কোন সাজাপ্রাপ্ত আসামির জন্য এমনটা করা হয়েছে।

এদিকে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা না করা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দলীয় সিদ্ধান্তের উপর আমাদের হাত নেই। আমি কি তাদের বাধ্য করবো নির্বাচনে অংশগ্রহণ করতে। আমি তা করতে পারি না। তারা নির্বাচনে আসবে না আসবে না তারা তা নির্ধারণ করবে। জনগণ-ই সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না।

/এমজে/