বোলিং করার অনুমতি পেলেন হাফিজ
প্রকাশিত : ০৮:২০ পিএম, ২ মে ২০১৮ বুধবার
অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন পাকিস্তান দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বুধবার হাফিজের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত বছরের অক্টোবরে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। এরপর ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন হাফিজ। সেই পরীক্ষায় তৃতীয়বারের মত তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়।
তবে গেল কয়েক মাস নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন হাফিজ। এরপর আবারো লাফবরো বিশ্ববিদ্যালয়ে নিজের অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেখানে তার বোলিং অ্যাকশন বৈধতা পায়।
আইসিসির নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে হাফিজের বোলিং অ্যাকশনের বৈধতা ঘোষণা করে আইসিসি। তারা জানায়, ‘পুনঃপরীক্ষায় দেখা গেছে হাফিজের বোলিং অ্যাকশন বৈধ। তাই এখন থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি।’
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ক্যারিয়ারে এই নিয়ে চারবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হন হাফিজ। প্রথমবার ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে, এরপর ২০১৪ সালে দু’বার । যে কারণে নিয়ম অনুযায়ী ১২ মাস বোলিং-এ নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
আর/টিকে