ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

ক্রিকেটে ১০০ বলের নতুন ফরম্যাট [ভিডিও]

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২ মে ২০১৮ বুধবার

জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে মাষ্টার ক্রিকেট নামে ১০০ বলের ইনিংস দিয়ে নতুন ফরম্যাট শুরু হয়েছে।  

বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরু হয় এ প্রতিযোগীতা।

জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা অংশ নিচ্ছেন শর্ট ভার্সনের টুর্নামেন্টটিতে। এর আগে ২০ ওভারে খেলা হলেও এবার নতুন ফরমেটে ১০০ বলে হবে খেলা।

এবারের আসরে ৫টি দল অংশ নিচ্ছে। লিগ পদ্ধতির এই খেলায় শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। ৫ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাটি অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে খুলনা মাস্টার্সের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স। আর মাস্টার্স সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স।