ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বাংলাদেশে মুক্তি পাবে জয়ার বিসর্জন   

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫২ পিএম, ২ মে ২০১৮ বুধবার

ওপার বাংলার আলোচিত চলচ্চিত্র বিসর্জন এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ছবিটি কলকাতায় গত বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল। আর এ ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে জুটি বেঁধে ছিলেন কলকাতার আবির চ্যাটার্জি। চলচ্চিত্রটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করে।

বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে বলে জানান চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ।   

তিনি বলেন, সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ হলে ঈদের পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

এই ছবির সংগীতায়োজন করেছিলেন প্রয়াত কালিকাপ্রসাদ। এক সময়ের পূর্ব পাকিস্তানের প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে বিধবা নারী পদ্ম’র চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর ভারতীয় প্রেমিকের চরিত্রে থাকেন আবীর।

এসি