ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

দ. আফ্রিকায় সেঞ্চুরি হাঁকলেন রুমানা-ফারজানা

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ২ মে ২০১৮ বুধবার

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশের মেয়েররা। তাদের সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচেটা দারুণ হলো। ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন রুমানা আহমেদ ফারজানা হক।

প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট ওমেন দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে রুমানা-ফারজানার ২৬৬ রানের জুটির ওপর ভর করে বাংলাদেশ ২ উইকটে হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে।

বুধবার নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার মাত্র ৪ রানে ফিরে যান। মুর্শিদা খাতুন শূন্য আর সানজিদা ইসলাম করেন ৪ রান।

তৃতীয় ওভারে জুটি বাঁধেন ফারজানা ও রুমানা। শুরু থেকেই এ দুই জন ছিলেন সতর্ক। তাদের ব্যাটিং নির্ভর ম্যাচে তিন অঙ্কে রান যায় ২৭তম ওভারে।

ব্যক্তিগত পঞ্চাশ রান ছুঁতে দুই জনই হাঁকান ৬টি করে চার। রুমানা খেলেন ৮২ বল। ফারজানার লাগে ১১৮ বল। দলের রান তিন অঙ্ক ছোঁয়ার পরই দলের দুই ব্যাটিং ভরসা রানের গতি বাড়ান।

৩৬তম ওভারে দেড়শ রানে যায়। ৪৫তম ওভারের প্রথম বলে দলের সংগ্রহ স্পর্শ করে দুইশ রান। শেষ ৬ ওভারে যেন ঝড় বয়ে যায় নর্থ ওয়েস্টের বোলারদের ওপর।

১৩০ বলে সেঞ্চুরি করেন রুমানা। শেষ পর্যন্ত তিনি ১৪৪ বলে ২০টি চারের সাহায্যে অপরাজিত থাকেন ১৩৬ রানে। ফারজানা শেষ পর্যন্ত ১৪৩ বলে ১০টি চারে অপরাজিত ১০২ রান করেন। তার শেষ ৫০ রান আসে মাত্র ২৫ বলে।

আগামী শুক্রবার পচেফস্ট্রুমে হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।

আর/টিকে