ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ক্রেতাশূন্য বাজারে চড়া সবজির দাম [ভিডিও]

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২ মে ২০১৮ বুধবার

লম্বা ছুটিতে ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার। এদিকে প্রায় সব ধরনের সবজির দাম   ঊর্ধ্বমুখী। তবে প্রতি কেজি চালের দাম কমেছে ৫ থেকে ৬ টাকা। পাশাপাশি মাছের বাজারও অনেকটাই স্বাভাবিক। তবে রোজার আগে নিত্যপণ্যের দাম বাড়ার আশংকা করছেন ক্রেতা-বিক্রেতারা।

রাজধানীর কারওয়ান বাজার। শবে বরাতের পরের দিন হওয়ায় খুব একটা নেই ক্রেতা-বিক্রেতা।

টানা কয়েকদিনের বৃষ্টির অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশী বেড়েছে বেগুন আর শসা।

মাছের সরবরাহ যেমন কম, ক্রেতা-বিক্রেতাও কম। ৫শ গ্রাম ওজনের ইলিশের হালি ২ হাজার, সাড়ে ৭শ থেকে ৮শ গ্রাম প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ৮শ টাকায়। তবে মাগুর, শিং আর শোল-সহ অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দরেই।

রমজানের গুরুত্বপুর্ণ পণ্য ছোলার কেজি ৭০ থেকে ৭৫টাকা। এছাড়া ভাল মানের মিনিকেট ৫৮ থেকে ৬০ টাকা আর মোটা চাল বিক্রি হচ্ছে কেজি ৪৫ টাকায়।

স্বাভাবিক রয়েছে মাংসের বাজারও। গরুর মাংস কেজি ৪শ ৭৫ আর খাসি বিক্রি হচ্ছে ৮শ টাকায়।

ভিডিও: