ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা সরগরম (ভিডিও)

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪১ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরগরম গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে-ই হচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু, ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াই এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ভোটাররা বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে জনপ্রিয়তার বদৌলতে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী বৈতরণী পার হতে পারেন।

দুয়ারে নির্বাচন। চায়ের কাপে ঝড় তো উঠবেই।

পাড়া, মহল্লা সবখানেই, রাজনৈতিক জল্পনা- কল্পনা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়।

নির্বাচনী মাঠে, বিভিন্ন দলের ৭ জন মেয়র প্রার্থী থাকলেও, ভোটাররা বলছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীর মধ্যে।

অন্যদিকে, ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ২শ’ ৫৬ জন আর, ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ৮৪ জন। বড় দুই দল সমর্থিত প্রার্থী তো আছেই, নির্বাচনী মাঠে আছে দুই দলের রাজনীতি করা স্বতন্ত্র প্রার্থীরাও। এমনকি, ছোট ছোট দল এবং ব্যক্তিগত উজ্জ্বল ভাবমূর্তির প্রার্থীও সরগরম করে রেখেছেন, নির্বাচনের ময়দান।

তবে, উন্নয়ন কর্মকাণ্ড এবং ওয়ার্ডের নাগরিক সমস্যার সমাধান করতে পারবেন- কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিদেরই বেছে নিতে চাইছেন ভোটাররা।

ভোটারদের এমন দৃষ্টিভঙ্গির সাথে এক মত কাউন্সিলর পদপ্রার্থীরাও।

প্রার্থীরা বলছেন, মেয়র পদের বাইরে নির্বাচনী দৌঁড়ে প্রধান নিয়ামক হবে, ব্যক্তিগত ভাবমূর্তি ও জনসম্পৃক্ততা।