ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

৫ মে খুলছে বিশ্বের সবচেয়ে বড় কাঁচঘর

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫৬ এএম, ১৪ মে ২০১৮ সোমবার

পাঁচ বছর বন্ধ থাকার পর আগামী ৫ মে খুলে দেওয়া হচ্ছে লন্ডনের কিউ গার্ডেনস হাউজ। ভিক্টোরিয়ান কাঁচের এটিই পৃথিবীর সবথেকে বড় গ্লাস হাউজ।

কিউ গার্ডেন মূলত একটি বিশালাকার গ্রীন-হাউজ। ঘরটিতে বর্তমানে উষ্ণ অঞ্চলের প্রায় ১০ হাজার গাছের চারা আছে। এদের মধ্যে খুবই বিরল এবং প্রায় বিলুপ্তির পথে থাকা কয়েক প্রজাতির গাছও আছে।

২০১৩ সালে সংস্কারের জন্য ঘরটিকে বন্ধ করেছিল কর্তৃপক্ষ। দীর্ঘ পাঁচ বছর সময়ে, ঘরটিতে পাঁচ হাজার ২৭০ লিটার রঙ ব্যবহার করা হয়েছে। এছাড়াও পালটে দেওয়া হয়েছে ১৫ হাজার স্প্যান কাঁচ।

এক নজরে কিউ গার্ডেনস

  • সংস্কার কাজে ব্যয় হয়েছে ৪১ মিলিয়ন পাউন্ড।
  • ভবনটির অন্তত ৬৯ হাজার ভিন্ন ভিন্ন বস্তু খুলে পরিষ্কার অথবা মেরামত অথবা প্রতিস্থাপন করা হয়েছে।
  • ১৫ হাজার কাঁচের প্যান প্রতিস্থাপন করা হয়েছে।
  • ১১৬টি স্পর্শকাতর ধাতব অংশ ক্রেন দিয়ে ভবন থেকে খোলা হয়েছে এবং পরে তা পুনঃস্থাপন করা হয়েছে।
  • সংস্কার কাজে ব্যবহৃত কাঠের তক্তাগুলো একের পর রাখা হলে তার দৈর্ঘ্য হবে ১৮০ কিলোমিটার অথবা ১১০ মাইল।
  • যে পরিমাণ ব্যবহার করা হয়েছে তা দিয়ে অনায়াসে ৪টি ফুটবল মাঠ রঙ করা যাবে।
  • ৪০০ কর্মীর এই পুরো কাজ সম্পন্ন করতে সময় লেগেছে ১৭৩১ দিন।

 

প্রকৃতি প্রেমীদের কাছে ঘরটি খুবই জনপ্রিয়। শহরের মধ্যেই এমন এক টুকরো সবুজের সমারোহ খুবই টানত লন্ডনবাসীদের। ব্রিটিশ গণমাধ্যমে বিবিসিকে এই ঘরটিতে পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়েছেন প্রকৃতিবীদ এবং বিবিসির সংবাদ পাঠক স্যার ডেভিড অ্যাটেনবরাফ। তিনি বলেন, “আমি ঘরটিতে প্রথম আসি যখন এটিতে আসতে মাত্র কয়েক পয়সা খরচ হতো। যখন অফিস করতে করতে হাপিয়ে উঠতাম তখন উইকেন্ডে এখানে আসতাম আমি। এখানে এসে দীর্ঘ নিঃশ্বাস নিতাম আমি। কারণ এখানে একদম প্রকৃতির ঘ্রাণ পাওয়া যায়”।

“বিভিন্ন প্রাণীরা যেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে তেমনি বিভিন্ন প্রজাতির গাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই এমন একটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ”- বলেন ডেভিড।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস  / এআর