টি-২০ মাশরাফিকে না রাখার ব্যাখ্যা দিলো বিসিবি
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের ভিসার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যান্য সফরের মতো ক্যারিবীয় সফরের জন্যও সরকারি অনুমতিপত্র (গভর্নমেন্ট অর্ডার বা জিও) নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ২২ খেলোয়াড়ের নাম দিয়েছে বিসিবি। কিন্তু সেখানে নাম নেই নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার। কেনো তালিকায় তার নাম নেই সেটি বৃহস্পতিবার পরিষ্কার করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী।
অন্যান্য বিদেশ সফরের মতো আগে ভিসা পেতে জিও নিতে হয় সব ক্রীড়া প্রতিষ্ঠানকে। একইভাবে বিসিবিকেও জিও নিতে নিচ্ছে।
শুধু ওয়েস্ট ইন্ডিজ সফর নয়, এবার বাংলাদেশকে খেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রেও। ফ্লোরিডায় ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াটা একটু জটিল, তাই টি-টোয়েন্টি দলের সম্ভাব্য খেলোয়াড়দের জিও আগে নিয়ে রাখছে বিসিবি। টি-টোয়েন্টি দলে মাশরাফি না থাকায় তার নামটি প্রথম ২২জনের তালিকায় নেই।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন গণমাধ্যমকে জানান, বিভ্রান্তিটা তৈরি হয়েছে অনুমতিপত্রের শিরোনামে তিন সংস্করণের কথা উল্লেখ থাকায়। সেখানে প্রথম যে চিঠিটা গেছে এটা মূলত টি-টোয়েন্টি দলের। আমেরিকার ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায়, টি-টোয়েন্টির প্রাথমিক দলে থাকতে পারে এমন খেলোয়াড়দের নাম আগে পাঠিয়েছে। টেস্ট ও ওয়ানডে দলে থাকতে পারে এমন খেলোয়াড়দের নাম শিগগিরই পাঠানো হবে বলে জানান তিনি।
বিসিবি সূত্র জানায়, এবার খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট মিলিয়ে ৩৭ জনের জিও নেওয়ার কথা বিসিবির। এর মধ্যে ২২ খেলোয়াড়ের হয়েছে, বাকিদের তালিকাও পাঠানো হবে।
আর/টিকে