এবার ট্রাম্পকে নিয়ে আসছে চলচ্চিত্র!
প্রকাশিত : ১১:০৬ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫২ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার
আলোচিত সমালোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। এর আগে তাকে ঘিরে স্মৃতিকথা লেখা হয়েছিল। আর এবার হচ্ছে চলচ্চিত্র।
তাকে নিয়ে লিখা বইগুলো প্রকাশ হতে না হতেই হইচই পড়ে গেছে। লেখকদের ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্পও। তার দাবি, ওইসব বইয়ে তাকে নিয়ে মনগড়া কথা লেখা আছে।
জানা গেছে, ভ্যানেটি ফেয়ারের বিশেষ প্রতিনিধি গ্যাব্রিয়াল শেরম্যান ট্রাম্পের উত্থানের গল্প তুলে ধরবেন `সেলুলয়েডে`। এর আগে ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলেসকে নিয়েও তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
তিনি বলেন, সাংবাদিক হিসেবে ১৫ বছরের বেশি সময় ধরে ট্রাম্পের ব্যাপারে সংবাদ প্রকাশ করেছি। তার ব্যাপারে অনেক কিছুই জানি আমি। সেই মানুষটি এখন ওভাল অফিসের দায়িত্বে। তার উত্থানের গল্পটাই তুলে ধরতে চান তিনি।
ইতোমধ্যে চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। অস্কার জয়ী পরিচালক টম ম্যাককার্থি চলচ্চিত্রটি প্রযোজনা করার জন্য রাজি হয়েছেন। তবে এ ব্যাপারে ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
এসি