ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

১০ হাজার জনকে বৃত্তি দিবে ভারত

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

আওতায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করবে ভারতীয় হাইকমিশন। এ জন্য ব্যয় করা হবে ৩৫ কোটি টাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের এক হাজার করে মোট দুই হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি মুক্তিযোদ্ধাদের কল্যাণে ভারতীয় হাইকমিশন নতুন শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। নতুন বৃত্তি প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে এই বৃত্তি প্রদান করা হবে। এ জন্য ৩৫ কোটি টাকা ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছর পুরাতন বৃত্তি প্রকল্পের আওতায় স্নাতক পর্যায়ের ৪০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আর নতুন প্রকল্পের জন্য মোট এক হাজার ৬২১ জন (স্নাতক পর্যায়ের এক হাজার জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬২১ জন) শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

টিকে