সিলেট-ঢাকা মহাসড়কের বাস ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত : ০৮:৫১ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেট-ঢাকা মহাসড়কে লাক্সারি বাস মালিকরা ধর্মঘটের ডাক দেন। শুক্রবার দিনভর ভোগান্তির পর সন্ধ্যায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাক্সারি বাস মালিক সমিতির ডাকে সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিলো। হঠাৎ এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। সকাল থেকে যাত্রীরা বৃষ্টি উপেক্ষা করে টার্মিনালে যেয়ে আবারো ফিরে আসতে বাধ্য হন।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক সামসুল হক মানিক গণমাধ্যমকে জানান, শ্রমিকদের কল্যাণে সম্প্রতি গাড়ি প্রতি চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এ টাকা শ্রমিকরা পরিশোধ করলেও রহস্যজনক কারণে বাস মালিকরা পরিবহন ধর্মঘটের ডাক দেন।
তিনি জানান, সংগৃহিত চাঁদা থেকে কোনো শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারকে সহায়তা করা হয়।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, হঠাৎ করে বাস মালিকদের ডাকা ধর্মঘটের সঙ্গে শ্রমিকদের সংশ্লিষ্টতা নেই। শ্রমিকদের কল্যাণেই চাঁদা বৃদ্ধি করা হয়েছে। সাধারণ শ্রমিকরা সে টাকা পরিশোধ করছেন, তারা সেটা মেনেও নিয়েছেন।
আর/টিকে