নিলামে উঠছে জর্জ হ্যারিসনের সেই গিটার
প্রকাশিত : ১১:৫১ এএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ১১:৫৭ এএম, ১৪ মে ২০১৮ সোমবার
বিশ্ববিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসনের গিটার নিলামে উঠছে। এটি ছিল হ্যারিসনের প্রথম ব্যবহৃত গিটার, যা ইলেকট্রিক সামগ্রী দিয়ে তৈরি।
জানা গেছে গিটারটি ১৯৬৫ সালে একটি ব্যান্ড প্রতিষ্ঠানকে দান করে দিয়েছিলেন হ্যারিসন। ওই সময়টা তার ব্যান্ড দল বিটলস ইংল্যান্ডের লিভারপুলে দাপটের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন কাড়ে।
নিলামকারী প্রতিষ্ঠান আশা করছে জর্জ হ্যারিসনের গিটারটি দুই লাখ ডলার থেকে তিন লাখে বিক্রি হবে। আগামী ১৮ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে নিলাম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বিদেশে কনসার্টের আয়োজন করে তহবিল সংগ্রহ করতেন।
সূত্র : ডন।
/ এআর /