নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে: মওদুদ
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সংবিধানের ক্ষমতা অপপ্রয়োগ করে নির্বাচন কমিশন যে সীমানা নির্ধারণ করেছে আমরা তা প্রত্যাখ্যান করছি। সীমানা নির্ধারণ জাতীয় নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি। তারা যে পদক্ষেপ নিচ্ছে তা সরকার সমর্থিত প্রার্থীদের সুবিধা দেওয়ার জন্য নিচ্ছে। গাজীপুর এবং খুলনায় প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘন করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। অথচ একটাও পদক্ষেপ নেওয়ার কোনও নজির দেখাতে পারেনি ইসি। তাই এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইসিকে পুনর্গঠন করতে হবে।’
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
নিজের নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ আসনের সীমানা নির্ধারণ প্রসঙ্গে মওদুদ বলেন, আমার নির্বাচনি আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই নির্বাচনি এলাকাটি প্রায় ৩৯ বছর ধরে কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা, কবিরহাট উপজেলা, কবিরহাট পৌরসভা এবং সদর পূর্বাঞ্চলের দুটি ইউনিয়নসহ ১৭টি ইউনিয়ন ও ২ পৌরসভার সমন্বয়ে গঠিত। সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা তাদের সুবিধার্থে নোয়াখালী-৫ থেকে দুটি জায়গা নোয়াখালী-৪ এ নিয়ে গেছে। ওই এলাকার হাজার হাজার মানুষের গণস্বাক্ষর সম্বলিত লিখিত প্রতিবাদ উপেক্ষা করে ইসি গত ৩০ এপ্রিল সীমানা নির্ধারণের তালিকা প্রকাশ করেছে।
এসএইচ/