চট্টগ্রামে মুদ্রা ডাকটিকিট ও সৌখিন সামগ্রীর প্রদর্শনী (ভিডিও)
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩৫ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
চট্টগ্রামে চলছে মুদ্রা, ডাকটিকিট ও সৌখিন সামগ্রী প্রদর্শনী। চিটাগাং কালেক্টর্স ক্লাবের উদ্যোগে নগরীর শিল্পকলায় তিনদিনের এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ২০ জন। এ ধরনের সংগ্রহশালা থেকে দর্শনার্থীরা যেমন হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, তেমনি তরুণরাও পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব মানচিত্রে মাত্র তিন বছর টিকে থাকা একটি দেশের নাম বায়াফ্রা। যেটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নাইজেরিয়া ভূ-খন্ডের সঙ্গে একীভূত হয়। বায়াফ্রার মতো তিব্বত, রোডেশিয়াসহ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন দেশের রৌপ্য মুদ্রা, ব্রিটিশ-ইন্ডিয়ার স্বর্ণ-রৌপ্য মুদ্রা, ব্যাংক নোটসহ দুর্লভ সব সংগ্রহ স্থান পেয়েছে প্রদর্শনীতে।
এমন দুলর্ভ সব মুদ্রা সংগ্রহকারীদের একজন ব্যাংকার সত্যজিত ঘোষ। গত ২০ বছরে তিনি সংগ্রহ করছেন পৃথিবীর ৩০০টি দেশের মুদ্রা ও ব্যাংক নোট। ক্লাবের আরেক তরুন সদস্য তাহসিন ১৩ বছর বয়সে শুরু করেন বিদেশ ফেরত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ডাকটিকিট জমানো। তার অন্যতম আগ্রহ ঔপনিবেশিক ও মৃত রাষ্ট্রসমূহের মুদ্রা সংগ্রহ।
স্থান পেয়েছে বাংলাদেশের বিলুপ্ত হওয়া প্রথম টাকা থেকে শুরু করে চার খলিফার সময়ের মুদ্রা, সম্রাট অষ্টম এডওয়ার্ডসহ প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন বিলুপ্ত দীপপুঞ্জ রাষ্ট্রের মুদ্রা। দুর্লভ ঘড়ি, রাজা-রাণীর গহনাসহ এসব মুদ্রা থেকে দর্শনাথীরা জানতে পারছেন হারিয়ে যাওয়া ইতিহাস।
এমন সংগ্রহ ও প্রদর্শনী ইতিহাসের সঙ্গে দর্শনার্থীদের পরিচিত করানোর পাশাপাশি দেশিয় সংস্কৃতি ও প্রত্নতাত্তিক নিদর্শন সংরক্ষনে তরুণদের আগ্রহী করবে বলে মনে করছেন আয়োজকরা।
উল্লেখ্য, ২০১৪ সালে চিটাগাং কালেক্টর্স ক্লাব তাদের যাত্রা শুরুর পর প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ শনিবার।
ভিডিও
একে//