নিজেকে আকর্ষণী করতে চুলে ফুল বাঁধুন ৫ নিয়মে
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩১ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
নিজেকে সুন্দর দেখাতে মানুষ কত কিছুই না করে। এর মধ্যে চুলে তাজা ফুল দিয়ে হেয়ারস্টাইল অন্যতম একটি পন্থা। তাই সুন্দর দেখাতে এবং অন্যদের মধ্যে নিজের বিশেষত্ত্বকে ফুটিয়ে তুলতে ফুল দিয়ে হেয়ারস্টাইল করতে পারেন। আপনাদের সুবিধার্থে চুল ফুল বাঁধার ৫ টি নিয়ম তুলে ধরা হলো।
১) সবুজ শাড়ি ও হলুদ গাঁদা
- এই স্টাইলে চুলের দৈর্ঘ্য লম্বা হতে হবে।
- প্রথমে চুল ভাল করে আঁচড়ে নিন।
- চুলগুলো এক পাশে করে নিতে হবে।
- এর পর ফ্রেঞ্চ রোলের মতো খোঁপা বাঁধুন।
- পছন্দ মতো ক্লিপ দিয়ে গাঁদা আটকে নিন।
- ফুলের আকার যেন ছোট হয়।
- সুতি বা হ্যান্ডলুম শাড়ি এবং বিপরীত রঙের ব্লাউজ়ের সঙ্গে এই লুকে তৈরি করতে পারেন নিজের স্টাইল।
২) লাল শাড়িতে জুঁইয়ের মালা.
- এই খোঁপার জন্য প্রথমে সামনের দিকের চুল পাফ করতে হবে। এতে ভলিউম আসবে। এর পর সামনের চুল উলটে, পনিটেল করুন।
- এ বার খোঁপা বাঁধুন। আবার বিনুনি করেও খোঁপা বাঁধা যায়।
- চুলের ভলিউম বুঝে জুঁইয়ের মালা খোঁপার চারপাশে এমন ভাবে জড়িয়ে দিন, যাতে খোঁপার বেশি অংশ দেখা না যায়।
- মালার দৈর্ঘ্য যেন ঘাড় ছুঁয়ে যায়। খোঁপা যেন বেশি উপরে বাঁধা না হয়, খেয়াল রাখবেন।
৩) রাতে গোলাপি গোলাপ
- এই হেয়ারস্টাইলে সাইড পার্টিং করে, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে, সেই অংশগুলিকে পেঁচিয়ে বসিয়ে নিন।
- তার পর খানিকটা চুল নিয়ে মাঝখানে ছোট বুফোঁ করে নিন।
- বাকি চুল নিয়ে মেসি বান করুন।
- এ বার খোঁপায় গোলাপ লাগান।
- গোলাপের রঙের সঙ্গে শাড়ির রং মিশে গেলে তো কথাই নেই। তবে হালকা রঙের শাড়ির সঙ্গে এই লুক আনবে বৈচিত্র।
৪) সাদা গোলাপের বাহার
- মাঝখানে সিঁথি করে অল্প কার্ল করে নিন।
- এ বার সিঁথির দু’পাশ থেকে ছোট ছোট চুলের গোছা পেঁচিয়ে পিছনের দিকে আটকান।
- একই ভাবে মাঝখান থেকেও চুলের অংশ নিয়ে পেঁচিয়ে বসান।
- মাঝখানে গোলাপ আটকে নিন।
৫) সুতির শাড়ি, সঙ্গে সূর্যমুখী
- এই স্টাইল কোঁকড়া চুলে ভাল মানাবে। না হলে কার্ল করে নিন।
- সাইড পার্টিং করে কিছুটা চুল টুইস্ট করে ডান দিকে কানের পাশে আটকে নিন।
- গোড়া বেঁধে হাত খোঁপা করে নিন, খানিকটা আলুথালু ভাবেই।
- খোঁপার নীচে সূর্যমুখী এমন ভাবে লাগান, যাতে কানের উপর না যায়।
- সূর্যমুখী বাছার সময় শাড়ির রঙের ব্যাপারেও সচেতন হবেন।
এমএইচ/টিকে