খুলনা সিটি নির্বাচনে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
খুলনা সিটি নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীদের জেতাতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন বড় দুই দলের কেন্দ্রীয় নেতারা। প্রচারে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন তারা। বিএনপি নেতারা বলছেন, ১৫মে খুলনার মানুষ আওয়ামী দু:শাসনের জবাব দেবে। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, নিশ্চিত পরাজয় জেনে পালানোর পথ খুঁজছে বিএনপি।
খুলনা নগরীজুড়ে এখন উৎসবের আমেজ। বড় দুদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি নির্বাচনের প্রচারণায় এনেছে ভিন্ন মাত্রা।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিই বলে দিচ্ছে নির্বাচনে জিততে ভীষণ মরিয়া তারা। দিনভর নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন ঢাকার নেতারা।
গত কয়েকদিন ধরে বিএনপি প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারাও প্রচারে নেমেছেন। ধানের শীষে ভোট দিতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরন করছেন তারা। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লী কে জবাব দেবে ভোটাররা।
তালুকদার আব্দুল খালেকের নৌকা মার্কায় ভোট চাইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন তারা। উন্নয়নের জন্যই আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তারা ।
অভিযোগ-পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন, ১৫মে উৎসবমুখর ভোট উৎসবের আশা খুলনাবাসীর।